Bottom Ad (728x90)

প্রেমিক প্রেমিকার জন্য সেরা কিছু কষ্টের SMS

প্রেমিক প্রেমিকার জন্য সেরা কিছু  কষ্টের SMS

১.

 কালি মধু যামিনীতে,
ভেবেছিলেম আনিয়াছো মনোহর পুষ্পরস,
ললাটে সইবে কি এমন সুখ?
পান করে দেখি, সে কি!!
এ যে গরল, নহে পুষ্প রস।
সর্বাঙ্গে গরল করিলো অবশ।
অদ্য আনন্দ তোমার, ক্রন্দন আমার
অদ্য রঙ্গমঞ্চ তোমার, আমার মৃত্যু।।।

 ২.

আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো, ভেংগে দেয় মন অবেলায়, একা পরে থাকে তোমার লেখা চিঠি গূলো। শূণ্যতায় দিন যে হাড়ায়। সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে, কতো যে ফাগূনে শরত্ ও বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে এমনে । তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায়

৩.

 ভেবেছিলাম তুমি আসবে! ভোরের কুয়াশায় হাটবো তোমার হাতটি ধরে।কিন্তু তুমি এলেনা ভেবে ছিলাম পড়ন্ত বিকেলে হয়তো গোধূলি লগ্নে তোমার দেখা পাবো! তখনো তুমি এলেনা ভেবে ছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো! অবশেষে খুজে পেলাম ঠিকই,কিন্তু তুমি ছিলো ঐ দূর আকাশে । আমার দিকে ফিরেও তাকালেনা। ভাবনা আমার ভাবনাই রয়ে গেলো বাস্তব আর হলোনা....

৪.

 Ami Sikheci Nijhum Rat Kalo der Kotha-Ami Dekheci Vor Sokaler Nirobota. Ami Heteci Rodro Klanto Dupure- Ami Sunce Tomar paer Sobdo Santo Bikele Gash Nupure. Ami Janina Tumi R Kokhono Asbe Naki Fire-Tobu Tomar Shekhano Valobasha Ajo Ache Amay Gire..

৫.

 রাতের শেষ প্রহরে,স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি ..তাই বলে ভেবনা হারানো স্বপ্নের বিষাক্ততায়,আমি হারিয়ে গেছি..যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে তবে আমায় ডেকো !!তোমার চোখের জল মুছতে আসবো আমি ফিরে॥

৬.

জানিনা সেদিন কি আসবে আবার জীবনে আমার,

হাজার ফুলের রঙিন জলসায় ডাকবে কি সুখ পাখি বারে বার।

স্বপ্ন ভেসে যায় এখনো কতনা রাত্রি,

খালি মন যেন অজানা পথের যাত্রী।

অশ্রু ভেজা চোখ কেবলি রয়েছে তোমার আশায়;

বেদনায় মন কাদে ভালোবাসায়,

স্মৃতির রেখায় পাই যে খুজে শুধু   তোমায়

৭.

তোমার চির-চেনা পথের ঐ সীমা ছাড়িয়ে,
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে।
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে;
একবার, শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে।।

আসবেনা ফিরে তুমি জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য;
হবে না মলিন।।।, হবেনা মলিন।।।।।।

৮.

 হৃদয়টা তরুর ঝড়ে যাওয়া শুকনো পাতা,
যার উপর ভর পড়ে পথচারীর জোড়া পা।
টুকরো হওয়া শুকনো পাতা ধূলোয় মিশে যায়,
টুকরো হওয়া পাতা তবু তার কষ্ট কাউকে না দেখায়।
শুকনো হলেও পাতা তোমায় লাগে অনেক কাজে,
নিজের জীবন পোড়াও তুমি অন্যের খাদ্য প্রস্তুতে।।।

৯.

Dibbo kore bolchi tumai ar hobena vhul,

Hariye tumai aaj amija na pai vabe kul,

Roylo amar ai abedon grohon koro mura

Aager moto e badbo tumai nikhad premer dura

১০.

Tukro kichu kothar majhe aral kora sriti,

botol bondhi jibon jhapsa akkriti.

Fika jakhon hobe akash urbe jakhon dhulo,

porbe mone hararano sai sabuj sriti gulo.

১১. 

আর কত ভালবাসলেভালবাসবে তুমি আমায়আর কত কাঁদলেগলবে তোমার হৃদয়।আর কত রাত জাগলেবুঝবে তুমি আমায়আর কত অপেক্ষা করলেশেষ হবে অপেক্ষা আমার।আর কত দিন কাটলেআসবে তুমি কাছে আমারআর কত পোড়ায়েখাটি করবে আমার হৃদয়।আর কত সাগরে ভাসলেদেখা দিবে তুমি আমায়আর কত পরীক্ষার পরশেষ হবে আমাকে জানার।
১২. 

যদি আমি হরিয়ে যাই কখনো,

খুজে ফের তুমি আমায়;

জোসনার অই নীল চাদরে,

আকাশের তারার ভীড়ে;

আমি যাব না অতদূর,

যেখানে তোমার ছায়া নেই, যেখানে তোমার অস্তিত্ব নেই।




Related Posts :

0 Response to "প্রেমিক প্রেমিকার জন্য সেরা কিছু কষ্টের SMS"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 156,999

    Pageviews