Past Perfect Tense : অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে ও একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় । এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয় ।
যেমন :
1. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.
2. আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল - The train had left before we reached the station.
3. আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল - The bell had rung before we reached the school.
4. আমরা ক্লাশে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাশে ঢোকিল - The teacher had entered the class before we entered the class.
5. ডাক্তার আসিবার পর রোগী মারা গেল - The patient died after the doctor had come.
6. আমরা স্কুলে পৌঁছার পর ঘন্টা বাজিল - The bell rang after we had reached the school.
7. আমরা ক্লাশে ঢোকার পর শিক্ষক ক্লাশে ঢোকিল - The teacher entered the class after we had entered the class.
8. আমি আসিবার পূর্বে সে চলে গেল - He had gone before I came.
9. আমি আসিবার পর সে চলে গেল - He went after I had come.
10. বাবা আসিবার পূর্বে মা ভাত রাঁধিল - Mother had cooked rice before father came.
sentence গঠন করার নিয়ম ।
গঠন: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.
গঠন প্রনালী: এক্ষেত্রে Verb এর Past Participle রূপ হয় এবং তার পূর্বে had বসে ।
বিশেষ দ্রষ্টব্য: এক্ষেত্রে দুইটি Sentence before অথবা after দ্বারা যুক্ত হয় ।মনে রাখতে হবে before এর আগে Past Perfect Tense হয় এবং after এর পর Past perfect Tense হয় ।
0 Response to "Past Perfect Tense কি ? Past Perfect Tense কাকে বলে ? Past Perfect Tense বলতে কি বুঝায় ?"
Post a Comment