Bottom Ad (728x90)

Present Indefinite Tense কি ? Present Indefinite Tense কাকে বলে ?



Present Indefinite Tense : বর্তমান কালের সাধারন ঘটনা, কাহারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয় ।

 যেমন :
1.আমি স্কুলে যাই - I go to School.
2.লাবলু ভাত খায় - Lablu eats rice.
3.তানিয়া বই পড়ে - Tania reads a book.
4.মিনা প্রতিদিন স্কুলে যায় - Mina goes to school everyday.
5.রহমান সাহেব সদা সত্য কথা বলেন - Mr Rahman always speaks the truth.
6.রীনা প্রতিদিন রাত নয়টায় ঘুমাতে যায় - Rina goes to bed at 9 pm everyday.
7.সূর্য পূর্ব দিকে উদিত হয় - The Sun rises in the east.
8.পৃথিবী গোলাকার - The Earth is round.

 Sentence গঠন করার নিয়ম ।

 গঠন : Subject + মূল Verb + object +Extension .

গঠন প্রনালী : এ ক্ষেত্রে Verb এর মূল রূপ বসে কোন সাহায্যকারী Verb বসেনা , কেবলমাত্র Subject Third person singular number হলে Verb এর শেষে s বা es যোগ হয় ।


Note: can, could, may, might, should, would, must, used to, ought to, need to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।



0 Response to "Present Indefinite Tense কি ? Present Indefinite Tense কাকে বলে ?"

Post a Comment

Total Pageviews

  • Posts
  • Comments
  • Pageviews