1. কাহারো কোন কিছু করার ক্ষমতা, যোগ্যতা, সামর্থ বা সুযোগ আছে বা কেউ কোন কিছু করতে সক্ষম এইরূপ অর্থ প্রকাশ করতে Verb এর Present form এর আগে Can ব্যবহৃত হয় । এবং Subject 3rd Person Singular Number হওয়া সত্তেও Present Indefinite Tense এ মুল Verb এর শেষে s বা es যোগ হয়না ।
যেমন -
- Razia can swim very well.
- Fateha can read Arabic.
- I can read and write English.
- Alima can type well.
- Sadia can write bangla Alphabet.
2. Can এর Past form হিসেবে ও Could এর ববহার হয়ে থাকে ।
যেমন -
- When I entered into the class room, I could see her.
- When I went into the house, I could see a Calendar.
- When she entered into the Bank, She could see the man.
- When Jamal went to Dhaka, he could see the zoo.
- When Choity went to Sylhet, she could see the tea garden.
- When Alima reached home, she could see her aunt.
3.কোন কিছু করতে কারো সক্ষমতা বুঝাতেও Could এর ব্যবহার হয়ে থাকে ।
যেমন-
- Raisha could speak both English and Arabic.
- Shopon could write both Hindi and English.
- Sujan could play both cricket and football.
- Tania could cook both rice and meat.
- When we were in Dhaka, we could not swim in the river.
- when we were at College, we could not do what we wanted.
4.কাউকে কোন প্রশ্ন করতে Could ও Would এর ব্যবহার হয়ে থাকে । সাধারণত ভদ্রতার সহিত কাউকে কোন প্রশ্ন করতে could ও would এর বেশী ব্যবহার হয়ে থাকে ।
যেমন-
- Could you please tell me the time ?
- Would you please tell me the time ?
- Excuse me, could you tell me the way to the post office ?
- Could you please wait a bit ?
- Would you please tell me your name ?
- Excuse me, could I please talk to you ?
- Would you tell me how I can reach the station ?
Note: can, could, may, might, should, would, must, used to, ought to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।
0 Response to "Can, Could ও Would এর ব্যবহার "
Post a Comment