1. কোন কিছু করা উচিত বা কোন কিছু করতে বাধ্য অথবা কোন কিছু করা কর্তব্য এইরূপ ক্ষেত্রে Verb এর Present form এর আগে সকল Person এর ক্ষেত্রে Should ব্যবহৃত হয়ে থাকে ।
যেমন-
- You should respect your Parents. - তোমার পিতামাতাকে তোমার সম্মান করা উচিত ।
- Students should not smoke. - ছাত্রদের ধুমপান করা উচিত নয় ।
- We should love our country.- আমরা আমাদের দেশকে ভালবাসা উচিত ।
- Every one should obey the law. - প্রত্যেকে আইন মানা উচিত ।
- You should help your father. - তোমার বাবাকে তোমার সাহায্য করা উচিত ।
- Everyone should help the poor - প্রত্যেকে গরীবকে সাহায্য করা উচিত ।
2. কোন কিছু করা উচিত, কর্তব্য, বা বাধ্যবাধকতা আছে এইরূপ ক্ষেত্রে এবং কাউকে কোন উপদেশ দিতে Ought to ব্যবহৃত হয়ে থাকে । Person, Number, Gender ও Tense অনুযায়ী এটির রূপের কোন পরিবর্তন হয় না ।
যেমন -
- We ought to love our country. - আমরা আমাদের দেশকে ভালবাসা উচিত ।
- You ought to respect your Teacher. - তুমি তোমার শিক্ষককে সম্মান করা উচিত ।
- You ought to obey your parents. - তুমি তোমার পিতামাতাকে মান্য করা উচিত ।
- I ought to go there. - আমার সেখানে যাওয়া উচিত ।
Note: can, could, may, might, should, would, must, used to, ought to, has to, have to ইত্যাদি Modal auxiliary verb যদি sentence এ কোন কিছুর নিশ্চয়তা, সম্বাবনা, অসম্বাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশ করে থাকে, তবে বাক্যের Subject third person singular number হলেও মূল verb এর শেষে s বা es যোগ হবেনা ।
0 Response to " Should এবং Ought to এর ব্যবহার "
Post a Comment