Bottom Ad (728x90)

উপদেশ মুলক এসএমএস উপদেশমূলক sms new bangla upodesh massage

উপদেশ মুলক এসএমএস উপদেশমূলক sms new bangla upodesh massage 



পরের প্রশংসা পেতে হলে,
অপরকে প্রশংসা করতে হয়।


কারো সাথে বন্ধুত্ব করার আগে
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।।


বিশাল হৃদয় দিয়ে কি হবে
যদি দুঃখ না বোঝে,
ফেন্ডশিপ করে কি হবে
যদি মূল্য না দাও,
ভালবেসে কি হবে
যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও.।


যখন ভালবাসা তোমার কাছে অজানা
তখন বুঝবেনা সুখ কী?
যখন কাউকে ভালবাসবে
তখন বুঝবে ব্যাথা কী?
যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে
তখন বুঝবে জীবন কী।


কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে,
যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!**


শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি,
-পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।।

উপদেশ মুলক এসএমএস উপদেশমূলক sms new bangla upodesh massage

মনের মানুষের কাছে বেশি
আবেগ প্রকাশ করতে যেওনা।
কেননা,সে তোমার এই দুর্বলতার
সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।।


মানুষ মানুষের জন্য,
মানুষকে ভেবোনা বাজারের পন্য,
হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,
তাই বলে তুমি নিভিয়ে দিওনা,
তার জীবনের আলো !।


মন দেখে ভালবেসো ধন দেখে নয়,
গুন দেখে প্রেম করো রুপ দেখে নয়,
রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয়,
এক জনকে ভালবেসো দশ জনকে নয় ।।


কাউকে যদি ভালবাস,ভালবেস চিরদিন।
আর যদি না বাসো,বেসনা কোন দিন।
অবুজ মন নিয়ে খেলা খেলনা,
কোন নিষ্পাপ হৃদয়ে বেথা দিওনা।।


কারো ভয়ে কখনো নিজের
ভালোবাসাকে শেষ করে দিয়ো না।
যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস,
আস্থা নিয়ে হাতে হাতে রেখ।
দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা।

উপদেশ মুলক এসএমএস উপদেশমূলক sms new bangla upodesh massage

জীবনে যদি কাওকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব কর
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা...
কারণ...... চোখের জল হয়তো মোছা যায়,
কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা।।


কাউকে যদি ভালোবাসতে হয়
তাহলে হৃদয় থেকে ভালোবাসুন।
নিজের স্বার্থের জন্য তার সাথে
ভালোবাসার অভিনয় করবেন না।
আপনার অভিনয় হয়তো
একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।।
banglish sms


Related Posts :

0 Response to "উপদেশ মুলক এসএমএস উপদেশমূলক sms new bangla upodesh massage"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 156,963

    Pageviews