Bottom Ad (728x90)

ভালোবাসার পাগল করা মেসেজ ছবি bangla romantic sms ভালবাসার পাগল করা sms পিকচার

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা sms 

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা SMS
আমি তোমায় ঠিক ততোটাই ভালোবাসতে চাই, যতোটা ভালোবাসলে আমার স্বপ্ন গুলো তোমার হয়ে যাবে। তোমার চোখে অশ্রু হয়ে ঝড়বে আমার ক্রন্দন। ঠিক ততোটাই তোমার কাছে আসতে চাই, যতটা কাছে আসলে তোমার চোখে আমার ছবি দেখতে পাব। শুনতে পাবো তোমার হৃদয়ের উন্মুক্ত স্পন্দন....।

আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি। তার বেদনায় আমি অঝরে কেঁদেছি, কারণ আমি তোমাকে পাবোনা জেনেও ভালবেসেছি ।।



আমি তোমাকে ভালবাসি..
এটা সত্যি...
আমি শব্দ নিয়ে খেলতে ভালবাসি,
কিন্তু নিজের হৃদয় নিয়ে নয়,
তাই আমি যখন বলিযে আমি তোমাকে ভালবাসি,
আমি সেটা নিজের মন থেকেই বলি....

আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, 
আমি তোমাকে না পেয়েও পেয়েছি। 
তোমার বেদনায় আমি অঝোরে কেঁদেছি, 
কারণ আমি তোমাকে পাবোনা জেনেও ভালবেসেছি ।



ভালোবাসার পাগল করা মেসেজ
আমি তোমাকে ডাকব না কখনো...
বলব না ফিরে এসো..
আমি জানি যে তুমি জানো আমার কেউ নেই তোমায় ছাড়া...



আমি তোমাকে খুব
ভালোবাসতে চাই,
তার বিনিময়ে আমি কিছু চাই
না ।
শুধু চাই তোমার হৃদয়ে একটু
জায়গা,
যেখানে থেকে আমি সারা
জীবন
তোমাকে ভালোবেসে যাবো

আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি,অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর,সর্বদা, সবসময়..

আমি তোমাকে কখনই গোলাপের সাথে তুলনা করিনা ..কারণ গোলাপও কয়েকদিনে জৌলুস আর সজীবতা হারিয়ে ফেলে ...
তুমি আমার কাছে চির অমলিন...

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা sms

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিবো বলে।দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিবো বলে। দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়। বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।

আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।

আমি তাকেই চাই,
যে আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে। সাজিয়ে নেবে তাঁর মতো করে।

 আমি তাকেই চাই,
যে আমার জীবনে আসবে সুখী হওয়ার আশায় নয়, দুঃখ জয় করার অনুপ্রেরণা জোগাতে।

আমি তাকেই চাই,
যে আমায় দেখাবে সুন্দর জীবন গড়ার স্বপ্ন, অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে স্বপ্নের বাস্তবায়নে।

আমি তাকেই চাই,
যে ছেড়ে যাবে না আমায়, জীবনে মোর দুঃখের ঝড় এলে, যে থাকবে পাশে সুখে- দুঃখে।

আমি জানি না ভালবাসা কাকে বলে...
যেটা আমি জানি তা হল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না..
আই লাভ ইউ...

আমি জানি না আমি তোমাকে কতটুকু ভালবাসি...কিন্তু এ'টুকু জানি,আমি আমার চেয়ে তোমাকে বেশী ভালবাসি...

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা sms

আমি জানি না যে আমি এখন তোমার সাথে কোথায় দাঁড়িয়ে আছি...
আমি জানি না যে আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ..
শুধু জানি যে আমি তোমার সাথে আরও অনেকটা পথ একসাথে চলতে চাই...

আরও অনেকটা সময় একসাথে থাকতে চাই...

আমি জানি তুমি আসবে,
পূর্ণিমার চাঁদ হয়ে আমায়
ছুঁয়ে দিতে
অথবা ভোরের কুয়াশা হয়ে আমায়
সিক্ত করতে..
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে আমায়
রঙিন সাজাতে
অথবা শীতের চাঁদর হয়ে আমায়
উষ্ণতা দিতে..
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে মনটা আমার
দোলাতে
অথবা বৃষ্টির টুপটাপ
শব্দে আমায় উদাসী করতে...

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.

আমি এমন কাউকে আমার জীবনে চাই যে আমার ব্যর্থতাতেও আমার হাত ছেড়ে দেবে না...
আমি পরে গেলে মুখ লুকিয়ে হাসবে না,
আমি বলতে না পারলেও বুঝে নেবে আমার মনের কথা,
আর যাই হয়ে যাক,আমার উপর থেকে বিশ্বাস হারাবে না...

আমি একদিন জিজ্ঞেস করেছিলে যে আমি কিসে খুশি হই?

উত্তরটা হল আমি সবচেয়ে খুশি হই তোমার বুকে মাথা রেখে তোমার হৃত্স্পন্দন শুনতে পেলে..

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা sms

আমি আমার জীবনকে ভালবাসি,
কারণ আমার জীবন আমাকে দিয়েছে তোমায়
আমি তোমাকে খুব ভালবাসি
কারণ তুমিই আমার জীবন...

আমি আল্লাহকে ফুল চাইলাম 
আমাকে গোলাপের বাগান দিলেন; 
কিছু টাকা চাইলাম , 
ধনী করে দিলেন ; 
একটা পরী চাইলাম , 
তোমাকে দিলেন ..!

আমি আমার জীবন সাজিয়েছি
একটি চাঁদ নিয়ে,
আমি আমার সুখ সাজিয়েছি
হাজার তারা দিয়ে।
আমি নিজেকে রাঙিয়েছি
নীল রঙ দিয়ে,
আমি নিজের ঘর বেধেঁছি
আমার পাখিকে নিয়ে॥

ভালোবাসার পাগল করা মেসেজ bangla romantic sms ভালবাসার পাগল করা sms




Related Posts :

0 Response to "ভালোবাসার পাগল করা মেসেজ ছবি bangla romantic sms ভালবাসার পাগল করা sms পিকচার"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 157,007

    Pageviews