Bottom Ad (728x90)

শিক্ষক জ্ঞানার্জন ও হজ্জ উমরা নিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস

  শিক্ষক  জ্ঞানার্জন ও হজ্জ  উমরা নিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস 


শিক্ষক ও জ্ঞানার্জা

২৬ . আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। [ মিশকাত ]

২৭. শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও । [ আদাবুল মুফরাদ ]

২৮. সুধারণা করা একটি ইবাদত। [ আহমদ ]২৯. অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো , কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। [ সহীহ বুখারী ]

৩০. রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ( ইবাদতে নিরত ) থাকার চেয়ে উত্তম । [ দারমী ]

৩১. যে জ্ঞানের সন্ধানে বের হয় , সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী ]

৩২. আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো ,অতপর তা ছড়িয়ে দিলো । [ বায়হাকী ]


   হজ্জ  উমরা


২২. হজ্জ ও উমরা পালনকারীরা আল্লার মেহমান। [ মিশকাত ]

২৩ . আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। [ সহীহ বুখারী ]

২৪. যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে ( জিহাদ করে ) । [ সহীহ বুখারী ]

২৫. অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।[ তিরমিযী ]





Related Posts :

0 Response to "শিক্ষক জ্ঞানার্জন ও হজ্জ উমরা নিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 156,974

    Pageviews