Bottom Ad (728x90)

সাওম ও সালাত মিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস

সাওম ও সালাত মিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস 

সালাত

৯. সালাত জান্নাতের চাবি। [ আহমদ ] শব্দার্থ : সালাত – নামায । জান্নাত – বেহেশত।

১০ . সালাত হলো ‘ নূর’ । [ সহীহ মুসলিম ]

১৫. সালাত আমার চক্ষু শীতলকারী । [ নাসায়ী ]

১১. পবিত্রতা সালাতের চাবি । [ আহমদ ]

১২. সালাত মুমিনদের মি’রাজ । [ মিশকাত ] শব্দার্থ : মি’রাজ মানে – উর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা।

১৩. যে পরিশুদ্ধ হয়না , তার সালাত হয়না। [ মিশকাত ]

১৪. সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো । [ আবু দাউদ ]

১৫. কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের । [ তাবরানি ]

১৬ . আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা । [ সহীহ মুসলিম ]

১৭ . যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো , সে শিরক করলো ।[ আহমদ ]


সাওম


১৮ . সাওম একটি ঢাল। [ মিশকাত ] শব্দার্থ : সাওম – রোজা।

১৯. সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে । [ বায়হাকী ]

২০. যখন রমযান শুরু হয় , তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। [ সহীহ বুখারী ]

২১. তোমাদের মাঝে বরকতময় রমযান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। [ নাসায়ী ]



Related Posts :

0 Response to "সাওম ও সালাত মিয়ে হযরত মুহাম্মদ (সঃ) এর ছোট হাদীস"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 156,974

    Pageviews