Bottom Ad (728x90)

আজ জন্মদিন তোমার শুভেচ্ছা জানিয়ে স্টেটস এসএমএস happy birthday bangla sms

আজ জন্মদিন তোমার শুভেচ্ছা জানিয়ে স্টেটস এসএমএস   happy birthday bangla sms

আজকে  কারো স্পেশাল দিন তাই।
আমি আজ পাগল
ভাল গল্প লিখতে পারিনা ,
ছন্দ দিয়ে কবিতা লিখতে পারিনা ,
সুর দিয়ে গান গাইতে পারিনা .
সাহিত্য দিয়ে কথা বলতে পারিনা ,
আবার ভাল ভাবে কাউকে শুভেচ্ছা জানাতে পারিনা ,
তার পরও  এই বেছন্দে বে সুরে ভাবে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

কতখানি পথ একসাথে হেঁটেছি?
আর কতখানি বাকি?
জানিস নাকি?
ভেবেছিস কখনো?
বৃথা মনে হচ্ছে এ
সব ভাবাভাবি...
তবে , কি দরকার
মিছে ভেবে?
শুরু যখন হয়েছে
পথ চলা
দেখা যাক নীলিমা
ছুঁতে পারি কিনা!
না পারি তবু রংধনু
আঁকি পথে।
পথের ধুলায়
আমাদের পায়ের ছাপ
যায় যদি মিলিয়ে
যাক। তবুও-
বাতাস রাখবে মনে
আমাদের প্রেমের
গল্প কথা খুব
গোপনে...”


আর কিছু লিখতে পাচ্ছি না এই আনন্দঘন দিনে ।তাই আমার স্পেশাল পছন্দের একটা গান লিখছিঃ

ডেডিকেটেডঃটুশি

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার...


"জন্ম দিনে তোমায় কি দেব উপহার
বাংলা নাও ভালবসা হিন্দিতে পেয়ার



0 Response to "আজ জন্মদিন তোমার শুভেচ্ছা জানিয়ে স্টেটস এসএমএস happy birthday bangla sms"

Post a Comment

Total Pageviews

  • Posts
  • Comments
  • Pageviews