Bottom Ad (728x90)

সমাজ নিয়ে বাংলা এসএমএস society bangla sms advice massages

সমাজ নিয়ে বাংলা এসএমএস society bangla sms advice massages



আমরা যদি আমাদের আশেপাশের পরিবেশটাকেই নষ্ট করে ফেলি..তাহলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে...যে সমাজকে উন্নত করার চেষ্টা আমরা করছি...তার আর কোনরকম চিহ্ন থাকবে না!

আমি সেই সমস্ত ড্রাইভারদের একটা করে চুষিকাঠি উপহার দিতে চাই, যারা জানে যে আগের গাড়িটার পক্ষে এগোনো সম্ভব নয়,তবুও গায়ের জোরে হর্নটা চেপে ধরে বসে থাকে...

আমি কে তা জানিনা, ধর্ম টর্ম মানিনা
সকালবেলা সূর্য ওঠে রাতে তিনি ঢলে যান,
তার পরেতে চাঁদমামা,
মেঘের পিছে ঢালেন প্রাণ!
আমি মা তোর্ ছোট্ট শিশু,
বিশ্ব দেখি তোমার চোখে,
পুজো-নামাজ-নিয়ে মাগো একে ওকে
তারা কেন বকে?
কেন মাগো এত তবে
এত ঘৃনা ওদের মনে?
ওরাও মাগো তোমার গলায়
মিষ্টি সুর কেন নাইকো শোনে?
বলো মা মোর-
বলো নাগো ওদের এবার থামতে তবে-
পৃথিবী তো ভালই ছিল
কবে আরো মধুর হবে?
মানুষ মোরা,মানুষ তারা
হিন্দু মোঘল আরো যারা সবারই তো মা আছে,
ডাক না রে ভাই গলার জোরে-
আদর করে নিজের কাছে!!


আমি অনেক কিছু শিখেছি আমার
সব শত্রুদের কাছ থেকে...
তারাই আমাকে শিখিয়েছে যে
সবসময় আমাদের সাবধান থাকা উচিত...
সবসময়ই আমাদের এটা বুঝে চলতে হবে যে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়!


আমি এমন কোনো ভগবান বা ধর্মে বিশ্বাস করি না যা বিধবার অশ্রু জল মুছে দিতে পারে না বা পিতামাতাহীন অনাথের মুখে এক টুকরো রুটি যোগাতে পারে না।
 ----বিবেকানন্দ


আমাদের সমাজটা অনেকটা বাতাসের মতন হয়ে গেছে! যেখানে নিঃশ্বাস নেওয়াটা হয়তো জরুরি,কিন্তু বেঁচে থাকার জন্যে যথাযথ নয়!


আমাদের সমাজ ব্যবস্থাটা ভালো হলেও সমাজের লোকগুলোর মানসিকতাটা সেই আদ্যিকালের রয়ে গেছে,.যদি তোমার অতীত সম্পকে তারা জেনে যায়,তাহলে তোমার ভবিষ্যত কিছুতেই সুখকর হতে দেবে না...তুমি যত চাইবে সবকিছু ভুলতে,তারা যেন তোমাকে তা ধাক্কা মেরে মেরে মনে করিয়ে দেবে!

আমাদের দেশ সেদিন সবচেয়ে বেশি উন্নত হবে যেদিন আমরা কন্যাসন্তানের বিয়েতে যা অর্থ খরচা করি,তার চেয়ে বেশী তার পড়াশোনায় খরচা করব!



আমাদের দেশ এমন একটা দেশ যেখানে পিজা(পিজ্জা) আর অ্যাম্বুলেন্সকে একসাথে ডাকলে পিজ্জা আগে আসে, আর অ্যাম্বুলেন্স পরে...

আপনার টাকা আছে বলেই গরিবদের কখোনো ঘৃণা/অবহেলা করবেন না।কারন সৃষ্টিকর্তা চাইলে ফকিরকে বাদশা আর বাদশাকে ফকির বানাতে পারে যেকোনো মূহুর্তে।


আমাদের জন্ম একজন নারীর থেকে...
কন্যা ভ্রুণ হত্যা মহাপাপ...


আজকাল পৃথিবীতে মহান হতে সবাই চায়..
কিন্তু তার আগে তারা সত্যিকারের মানুষ হতেই ভুলে যায়...


আজ আন্তর্জাতিক পুরুষ দিবস..
১৯শে নভেম্বর..
ভাইফোঁটাতে বোন্ চাই...
সর্বত্র সমানাধিকারের নামে
নারীদের প্রাধান্য চাই..
তাহলে গর্ভে পুত্র সন্তান চাই কি শুধু
ফ্রি এটিএম মেশিন হিসেবে ব্যবহার করার জন্যে ?
পুরুষেরা এভাবে নিষ্পেষিত হয়ে
নারীদের দ্বিগুনেরও বেশী হারে আত্মহত্যা করছে ...
এভাবে চলতে থাকলে কে জ্বালাবে বংশের বাতি,
কে দেবে মুখে আগুন?

 আজ যদি কন্যাভ্রুণ হত্যা করো,তবে কাল মা কি করে পাবে?


আগে সব সম্পর্কগুলো ভীষণভাবে মনকেন্দ্রিক ছিল,
কিন্তু বর্তমানের সব সম্পর্কগুলো বড্ড বেশী ফোন-কেন্দ্রিক হয়ে উঠেছে...
হারিয়ে গেছে খুব দামী জিনিস,আন্তরিকতা...


অর্থনীতির প্রধান বাহন টাকা। এই টাকা তৈরি করতেও প্রয়োজন টাকা। মানুষের হাতে হাতে ঘোরে কাগজের তৈরি এ পণ্যটি। ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেঁড়ে, পোড়ে কিংবা রং পরিবর্তন করে। ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১ টাকার একটি কয়েন তৈরি করতে ৯৫ পয়সা খরচ হয়। ২ টাকা কয়েনে ১ টাকা ২০ পয়সা খরচ হয়। আর ৫ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ১ টাকা ৯৫ পয়সা। কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট ১ হাজার টাকা। এই মূল্যমানের একটি নোট ছাপাতে প্রায় ৭ টাকা খরচ হয়। ৫০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৬ টাকার মতো। ১০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে সাড়ে ৪ টাকা। এছাড়া ৫০ টাকা ও ২০ টাকার একটি নোট ছাপাতে আড়াই টাকা, ১০ টাকার নোট ছাপাতে ২ টাকা ২০ পয়সা এবং ৫ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগুজে নোটে পরিণত হওয়া ২ টাকার নোট ছাপানোতে খরচ পড়ে দেড় টাকা।
তাই জনতা একটু সচেতন হলে অনেক খরচ বেঁচে যায় সরকারের!


অসুন্দর মানুষ গুলোও যে অতি
সুন্দরভাবে কাউকে
ভালবাসতে পারে,
সেটা সুন্দরী মানুষগুলো
বিশ্বাস করে না।

অন্যায় এই জন্যে বাড়ে নি যে পৃথিবীতে পাপীর সংখ্যা বেড়ে গেছে,
আসল কারণ এটা যে সেই অন্যায় সহ্যকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে....

অর্থ দিয়ে যদি কারো মঙ্গল করতে পারা যায় তাহলে অর্থ ভালো..
নাহলে তা শয়তানের সামিল...
যত তাড়াতাড়ি তার থেকে দুরে যেতে পারবে,
ততই ভালো...


১২৫ কোটি লোকের দেশ আমাদের ভারতবর্ষ..যেখানে সর্বধর্মের মানুষ বসবাস করে...পৃথিবীর আর কোনো দেশে বোধ হয় এতগুলো ধর্মের মানুষ এত বেশি পরিমানে একসাথে থাকে না...যে দেশটি আমাদের সবাইকে ঠাঁই দিয়েছে,তার প্রতি অসহিষ্ণু হয়ে ওঠা মানে নিজেকে অপমান করা...সবাই প্রাপ্তবয়স্ক,কিন্তু সবাই যদি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে পরিনতবাযস্কও হয়ে উঠত তাহলে হয়ত আমাদের দেশটা আরো সুন্দর হয়ে উঠতে পারতো...

“ বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।।”
~_ উইড্রো উইলসন

“ নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।\"
~~ জ্যাক দেলিল


।। নারী-জননে ।।
নারী হইতেই জাতি জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী যেমন ব্যষ্টির জননী তেমনই সমষ্টিরও ;-- আর, এই নারী যেমন ভাবে আবিষ্ট থাকিয়া যেমন করিয়া পুরুষকে উদ্দীপ্ত করে পুরুষ হইতে সেই ভাবই নারীতে জন্মগ্রহণ করে ; তাই, নারী মানুষকে প্রকৃতিতে মূর্ত্ত ও পরিমিত করে বলিয়া জীব ও জগতের মা ;--তাহ\'লেই বুঝিও-- মানুষের উন্নতি নারীই নিরূপিত করিয়া দেয় ; তাই নারীর শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা, জীবন ও বৃদ্ধি নির্ভর করিতেছে-- বুঝিও, নারীর শুদ্ধতা জাতির পক্ষে কতখানি প্রয়োজনীয় ! ১৭৬ ।
(চলার সাথী গ্রন্থ থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী


“ অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করবে। ”
~ সাইরাস চিং

\"ব্যক্তি একাই জন্ম নেয়,
একাই মারা যায়...
একাই ভোগ করে নিজের কর্মফল,
আর একাই যায় স্বর্গে বা নরকে..\"
 -চাণক্য


“ অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করবে ।”
 ~~ সাইরাস চিং

****ফাঁস****

 প্রশ্ন পএ, প্রশ্ন পএ
 হও কেনো তুমি ফাঁস,
 প্রশ্ন পএ ফাঁসের চক্রান্তে
 আজ ছাএ-ছাএীদের সর্বনাশ

 বছরে বছরে
 যে ভাবে বেড়েছে
 প্রশ্ন ফাঁসের প্রবণতা,
 ছাএ-ছাএীরা পড়ার টেবিল থেকে
 দূরে রাখে বই খাতা ।

 কিছু অর্থের বিনিময়ে
ইন্টারনেটের,ফেসবুক কিংবা টুইটারে
কিছু দালালেরা প্রশ্ন পএ ফাঁস করে,
 সেই আশায় ,সেই নেশায়
 সারা রাত জেগে ছাএ-ছাএীরা
ফেসবুক কিংবা টুইটার ইউস করে।

 অবশেষে ছাএ-ছাএীরা পরীক্ষার হলে
হতাশ প্রশ্ন পত্র আনকমন দেখে
 মাথায় হাত সর্বনাশ
 এই বার ফেইল নিশ্চিত
ফেসবুক কিংবা টুইটার ইউস করে।

মোঃ রায়হান ইসলাম [রাববী]


"সময়ের সাথে এগিয়ে যাও,
 অন্যথা মানব সভ্যতা থেকে দুরে সরে যাও"::::::::::

"তারা সবাই চায় তুমি জীবনে উন্নতি করো,
কিন্তু তাদের চেয়ে বেশি নয়..
সেটা মমনে রেখো.."

"তোমার দেশ-আমার দেশ" -এটা সংকীর্ণ মানসিকতার পরিচয়..যদি নিজেকে পুণ্যাত্মা ও উদার করে তুলতে পর তবে পুরো পৃথিবীটাকেই নিজের পরিবার মনে হবে...
-গান্ধীজি

"আমাদের সবার উচিত বুদ্ধিমানের মতন একসাথে থাকার চেষ্টা করা,
আর নাহলে তার একটা বিকল্পও আছে,সেটা হলো বোকার মতন একসাথে মরে যাওয়ার শিক্ষা নেওয়া..."

 -মার্টিন লুথার কিং,জুনিয়র



0 Response to "সমাজ নিয়ে বাংলা এসএমএস society bangla sms advice massages"

Post a Comment

Total Pageviews

  • Posts
  • Comments
  • Pageviews