Bottom Ad (728x90)

প্রেমের sms, প্রেমের এসএমএস, লাভ Sms,লাভ এসএমএস bangla love sms

প্রেমের sms,  প্রেমের এসএমএস, লাভ Sms,লাভ  এসএমএস bangla love sms



প্রেমের এসএমএস, লাভ Sms,লাভ
এসএমএস,ভালবাসা এসএমএস,বাংলা
Love এসএমএস,Love এসএমএস
বাংলা,ভালোবাসার কবিতা, এস
এম এস, বাংলা এসএমএস, বাংলা
ফেসবুক স্ট্যাটাস, বাংলা ফেসবুক
স্টাটাস,

1) পৃথিবীর যত সুখ যত ভালোবাসা
সবটুকু দিবো আমি তোমায়..... আমার
একটাই আশা তুমি ভূলে যেও না
আমায় । বড় বেশী ভালবাসি
তোমায় ।

2) জোনাকির আলো জেলে
ইচ্ছের ডানা মেলে. মন চায়
হারিয়ে যাই. কোনো এক দুর
অজানায়. যেখানে আকাশ মিশে
হবে একাকার. আর তুমি
”রাজকুমারী“ হবে শুধু আমার.

13) মনটা দিলাম তোমার হাতে
যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি এঁকো.স্বপ্ন গুলো
দিলাম তাতে আরও দিলাম আশা ,
মনের মতো সাজিয়ে নিও আমার
ভালবাসা

4) কটি প্রকৃত ভালবাসা হতে
পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য
ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন|

5) চোখে আছে কাজল কানে
আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা
ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি
হাসি,এমন একজন মেয়েকে সত্যি
আমি ভালোবাসি।

6) কটা আকাশ হেরে গেলো,,
হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ
হল চাঁদের প্রিয়জন.. তবুও তার
ভালবাসা চাঁদের ভালো চায়,,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের
ছোঁয়া দেয়..!!

7) ভালবেসে এই মন, তোকে চায়
সারাক্ষন। আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ। কি
করে তোকে ভুলবে এই মন, তুই যে
আমার জীবন।। তোকে অনেক
ভালবাসি

8) যদি বৃষ্টি হতাম...... তোমার
দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা
বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে
দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি
আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর
পারতো না তোমায় অকারণে কষ্ট
দিতে..!

9) আমার জীবনে কেউ নেই তুমি
ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন
নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু
খোজেনা তোমায় ছাড়া, আমি
কিছু ভাবতে পারিনা তোমায়
ছাড়া , আমি কিছু লিখতে
পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায়
ছাড়া !

10)  টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন
মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয়
জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায়
তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে
ছন্দে উতলা আনন্দে, জানু তোমার
জন্য

11) এক পৃথিবীতে চেয়েছি
তোমাকে, এক সাগর ভালবাসা
রয়েছে এ বুকে , যদি কাছে আসতে
দাও, যদি ভালবাসতে দাও, এক জনম
নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.

12) ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
এই মন, তুমি আসলে দুজনে সাজাবো
জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব
ভালবাসা...

13) হৃদয় জুড়ে আছ তুমি,সারা জীবন
থেক.আমায় শুধু আপন করে,বুকের
মাঝে রেখ.তোমায় ছেড়ে
যাবনাতো,আমি খুব দূরে.ঝড়
তোপান যতই আসুক,আমার জীবন
জুড়ে"

14) পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,, যার মনে
নাই কোন অহংকার,, নাই কোন
হিংসা। আছে শুধু অন্যের জন্য
ভালোবাসা.

15) যদি চাদঁ হতাম সারা রাত
পাহারা দিতাম!যদি জল হতাম-
সারা দেহ ভিজিয়ে দিতাম।যদি
বাতাস হতাম-তোমার কানে চুপি
চুপি বলতাম-আমি তোমাকে
ভালবাসি.

16) মিষ্টি চাঁদের মিষ্টি
আলো,বাসি তোমায় অনেক
ভালো.মিটি মিটি তারার
মেলা,দেখবো তোমায়
সারাবেলা. নিশিরাতে শান্ত
ভুবন, চাইবো তোমায় সারাজীবন.

17) ফোন করতে পারিনা নাম্বার
নাই বলে, খবর নিতে পারিনা সময়
নাই বলে, দাওয়াত দিতে
পারিনা বেশি খাও বলে, শুধু sms
করি ভালবাসি বলে!

18) রাত যেভাবেই আসুক, নীরবতা
থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক
জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই
মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে
আলো আসবে। R নিজেকে যতই
লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে
টানবেই।

19) তোমার মুখের হাসি টুকু লাগে
আমার ভালো,তুমি আমার
ভালবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে আমার
আছ তুমি,তুমি ছাড়া আমার জীবন শূধু
মরুভুমি।

20) ভালবাসার তালে তালে চলব
দুজন এক সাথে। কাছে এসে পাসে
বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব
দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর
কি লাগে প্রিথিবিতে??? বউ আনব
ভালবেসে।



Related Posts :

0 Response to "প্রেমের sms, প্রেমের এসএমএস, লাভ Sms,লাভ এসএমএস bangla love sms"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 157,031

    Pageviews