Bottom Ad (728x90)

bangla shuvo sokal kobita SMS শুভ সকাল এসএমএস

শুভ সকাল এসএমএস

(১) সকালের প্রথম শিশির দিয়ে, সূর্যের প্রথম আলো দিয়ে, ফুলের প্রথম সৌরভ দিয়ে, হৃদয়ের এক বিন্দু ভালবাসা দিয়ে তোমাদের জানাই শুভ সকাল।

(২) সকালের রোদ তুমি বিকেলের ছায়া, গোধূলির রং তুমি মেঘের মায়া। ভোরের শিশির তুমি জোছনার আলো, আমি চাই তুমি থাক সব সময় ভাল। শুভ সকাল।

(৩) দিন যায় দিন আসে, কেউ দুরে কেউ কাছে, কারও মন এলোমেলো, কারও মন খুব ভাল, রাত গেল দিন এল, নতুন সুর্য দেখা দিল। শুভ সকাল।

(৪) চোখ খুলে দেখ দিগন্ত তোমায় ডাকছে।পাখিরা আপন সুরে গান গাইছে। সূর্য মামা তোমার জানালার ফাঁক দিয়ে আলো দিচ্ছে। আর মোবাইল টা হাতে নিয়ে দেখ, কেউ তোমায় গুড মর্নিং বলছে। গুড মর্নিং।

(৫) শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল। কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি। শুভ সকাল।

(৬) ভোরের পাখি ডাকছে তোমায় চোখটা মেলে দেখ সকালের মিষ্টি রোদ একটু গায়ে মেখ।আঁধারের পর সূর্যের আলো, দিন টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।

(৭) ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে, ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে। তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে। এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে। শুভ সকাল।

(৮) নীল আকাশের মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়। সবুজ ঘাসের শিশির কনায়, প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।

(৯) নিশি যখন ভোর হবে, সুখ তাঁরা গুলো নিভে যাবে। আসবে একটা নতুন দিন, দিন টা হোক অমলিন। শুভ হোক তোমার প্রতিদিন। শুভ সকাল।

(১০) স্বপ্ন ঘেরা একটা রাত শেষ যে হয়ে গেল। সূর্য মামার আগমনে ভোর যে আজ হল। কোকিল এর কুহু ডাকে ঘুম যে আমার ভাংলো । এই এস এম এসটা আজকে তোমায় শুভ সকাল বলল। শুভ সকাল।

(১১) মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য। বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস। সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক। সুন্দর একটা দিন, তোমাকে জানাই গুড মর্নিং।

(১২) সুন্দর এই সকালে পাখিদের কাছে, এক রাশ আলো নিয়ে পাঠালাম তোমার জানালার কাছে।আর প্রজাপতির ডানায় লিখে দিলাম… শুভ সকাল।

(১৩) আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম-হিম শীতে শরীরটা কাপছে। রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে। কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং।

(১৪) ফুল হয়ে যদি থাক আমার বাগানে, যতন করে রাখব তোমায় মনের গহিনে।ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল, রোজ সকালে বলবো তোমায় শুভ সকাল।

(১৫) হাতে রেখে হাত, আনবো ডেকে নতুন প্রভাত, করবো শুরু নতুন করে আর একটা দিন, বন্ধু তোমায় জানাই গুড মরনিং।

Good Morning SMS in Bangla for Girlfriend and Boyfriend | Bangla SMS

(১৬) ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে, সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে, সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে, মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ সকাল।

(১৭) তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি, তুমি বর্ষার এক পসলা বৃষ্টি, তুমি সকালে উদিত সুর্যের আলো, তুমি হলে বন্ধু আমার অনেক ভালো "শুভ সকাল"

(১৮) টিপ টিপ কুয়াশা সারা সকাল পড়ছে, হিম হিম শীতে শরীলটা কাপছে, রিম ঝিম মনটা উদাস কেন হয়েছে, কুয়াশা ভেজা এ মনটা তোমাকে "GOOD MORNING" বলেছে।

(১৯) অপরুপ এই নিরব ভোরে, তুমি আছো অনেক দূরে.পাখি ডাকে মধুর সুরে,মনটা যেন হাওয়ায় উরে, নয়তো দুপুর, নয়তো বিকাল, তোমাকে জানাই "শুভ সকাল"

(২০) সকাল বেলার সোনালি আলো, আজ মনটা অনেক ভালো। কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখো দুটি আঁখি.....শুভ হোক আজকের দিনটি।

(২১) শুভ সকাল বলাটা কেবল একটা সৌজন্য নয় কিংবা মেসেজ ফ্রি আছে বলে নয়...এটা একটা সুন্দর রীতি যাতে বলা হয় আমিতোমাকে দিনের প্রথম মিনিটে মনে করছি..শুভ সকাল।

(২২) মেঘলা আকাশ শীতল বাতাস_ মেঘে ঢাকা মন_ সবাই কে জানাই বৃস্টি ভেজা সকালের অভিনন্দন_ …শুভ সকাল…

(২৩) শীতের মাঝে সকাল সাজে, কুয়াশার শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে। তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই শীতের দিন, সবাইকে জানাই গুডমর্নিং।

(২৪) বৃষ্টির মাঝে সকাল সাজে,মেঘের শব্দ কানেতে বাজে।তোমার সৃতি বুকের মাঝে, মনের ভিতর ঘন্টা বাজে।তাই জীবন কাটাবো প্রেমহিন, ভবিষ্যৎ হবে রঙিন।আবার এল সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং।

(২৫) মেঘলা আকাশ শীতল বাতাস____ মেঘে ঢাকা মন____ সবাই কে জানাই বৃস্টি ভেজা সকালের অভিনন্দন____ শুভ সকাল।

(২৬) দিনটা সবার ভালো কাটুক___ আগামীর সপ্ন গুলো পুরন হোক___ সবার জীবনে শান্তি ফিরে আসুক ---শুভ সকাল---

(২৭) মাঝরাত থেকে টিপ টিপ বৃস্টি পরছে____ সবাইকে জানাই বৃস্টি ভেজা সকালের সুভেচ্ছা____ ※শুভ সকাল※

(২৮) সবাইকে জানাই শুভ্র সকালের কুয়াশা ভেজা শীতল সুভেচ্ছা ____সুভ সকাল ।

(২৯) সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত। আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত।

(৩০) শিশির ফোঁটার স্পর্শে যেমন ফুলগুলি সব ফোটে, শীতল হাওয়ার ছোয়ায় মন সতেজ হয়ে উঠে, তুমি ও হয়ে উঠতে পারো এই মুহুর্তের স্বাক্ষী, সকাল বেলার সূর্য তোমায় করতে চায় তাই সঙ্গী। __*__শুভ সকাল__*__

(৩১) ঘুম ঘুম রাত শেষে, সূর্যআবার উঠলো হেসে। ফুটলো আবারভোরের আলো, দিনটা তোমার কাটুক ভালো। শুরু হল নতুনদিন, তোমাকে জানাই গুডমর্নিং।

(৩২) আকাশের জন্য নীলিমা, চাঁদের জন্য পূর্নিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমাদের জন্য রইলো "শুভ কামনা" "শুভ সকাল"।

(৩৩) শীতের শীতল ছোয়ায়,সোনালি রোদেরমিষ্টি আলোয়,মন বলে সবায় আছ তো ভাল?ভাল থাকার ইচ্ছা জানাইতোমাদের, শুভেচছা...শুভ সকাল।

(৩৪) সবাইকে জানাই কনকনে শীতে শুভ্র ধুমায়িত কুহেলিকায় সিক্ত এক ভোরের শুভেচ্ছা...শুভ সকাল।

(৩৫) রাত গেল ঘুমে ঘুমে হয়ে গেল ভোর, ঘুম থেকে ঊঠে পর খুলে দাউ ডোর।মনটা রাখ হাসি খুশি আজসারা দিন, মন থেকে বলছি তোমায় গুড মর্নি।

(৩৬) শীশিরভেজা দুর্বা ঘাসে, শীশির কনা বলছে হেসে। বিদায় নিয়েছে হিমেল রাত, জানাই তোমাদের সুপ্রভাত।

(৩৭) সকাল বেলার সোনালী আঁলো, আজ মনটা অনেক ভালো, কিচির মিচির ডাকছে পাখিঁ, খুলে দেখো দুটি আঁখি, শুভ হোক আজকের দিন, জানাই তোমায় GooD MorninG.

(৩৮) সকালহলে এসো তুমি ,শিশির কণা হয়ে ..সন্ধ্যা হলে এসো তুমি ,রক্ত জবা হয়ে ..রাত হলে জ্বলো তুমি ,জোনাকি হয়ে ..সারা জীবনথেকো তুমি ,আমার বন্ধু হয়ে। "শুভ সকাল।"

(৩৯) আকাশ এখানে অসীম নীলডানা মেলে উড়ে যায়,স্বপ্নেরগাংচিলস্নিগ্ধ সকাল তারপ্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়এই দিগন্ত, চোখের সীমানায়কেউ কি ডাকে?নিশ্চুপ গভীর মায়ায়?

(৪০) আঁখি খুলে দেখ চেয়ে , পূর্ব আকাশে সোনালি সূর্য হাসে । পাখিদের মধুর কলরবে মনটা তোমার উঠবে ভরে । এখনও কেন আছ শুয়ে ,ওঠো এবার বিছানা ছেড়ে । """"""*সুপ্রভাত*"""""

(৪১) সূর্য দিচ্ছে উঁকি। জ্বলবেনা আর জোনাকি। এসে গেছে সোনালি আলো । নিভে গেল রাতের কালো। তাইতো আমাকে বলতে হলো। দিনটা তোমার কাটুক ভালো। সুপ্রভাত।

(৪২) নতুন দিনের আলো,দেখতে লাগে ভালো।সপ্নময় এই দিনটিকে তুমিও বাসোভালো।শুভ সকাল

(৪৩) একটা নতুন সকাল,কিছু সুন্দর স্বপ্ন,কিছু মিস্টি অনুভতি। কিছু স্বনীল সাথি। এই নিয়ে শুরু হোক নতুন দিন। "শুভ সকাল"

(৪৪) ডেকে গেলো ভোরের পাখি,এবার তুমি খোল আখি"আমি তোমায় কত ডাকি.এতক্ষণ কেউ ঘুমায় নাকি?কেটে গেল রাত্রিকাল,তোমায় জানাই" শুভ সকাল.

(৪৫) শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোয়া। মিষ্টি রোদের নরম আলো, আঁখি মেলে দেখবে চলো! সবাইকে-*শুভ সকাল*



0 Response to "bangla shuvo sokal kobita SMS শুভ সকাল এসএমএস"

Post a Comment

Total Pageviews

  • Posts
  • Comments
  • Pageviews