মসজিদ ও মুয়াজ্জিন দু’আর নিয়ম ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস
মসজিদ ও মুয়াজ্জিন
৬১. পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। [ সহীহ মুসলিম ]
৬২. আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। [ সহীহ বুখারী ]
৬৩. যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় , আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। [ সহীহ বুখারী ]
৬৪. কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে
0 Response to "মসজিদ ও মুয়াজ্জিন দু’আর নিয়ম ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস"
Post a Comment