Bottom Ad (728x90)

মসজিদ ও মুয়াজ্জিন দু’আর নিয়ম ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস


মসজিদ ও মুয়াজ্জিন দু’আর নিয়ম ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস 
মসজিদ ও মুয়াজ্জিন


৬১. পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। [ সহীহ মুসলিম ]

৬২. আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। [ সহীহ বুখারী ]

৬৩. যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় , আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। [ সহীহ বুখারী ]

৬৪. কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে। [ সহীহ মুসলিম ]

৬৫. নিজের জন্যে যা পছন্দ করো ,অন্যদের জন্যেও তাই পছন্দ করবে ,তবেই হতে পারবে মুমিন। [ সহীহ মুসলিম ]

৬৬. তোমাদের কেউ মুমিন হবেনা ,যতোক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে , তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে । [ সহীহ বুখারী ]


দু’আর নিয়ম ও গুরুত্ব


৬৭.যখন কিছু প্রার্থনা করবে ,আল্লাহর কাছে করবে । [ মিশকাত ]

৬৮.দু’আ ইবাদত । [ তিরমিযী ]

৬৯. আল্লাহর কাছে তাঁর অনগ্রহ চাও।তাঁর কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। [তিরমিযী ]

৭০. যে আল্লাহর কাছে চায়না ,আল্লাহ তার উপর রাগান্বিত হন।[ তিরমিযী ]

৭১. আমি আল্লাহর কাছে দিন একশ ’বার ক্ষমা প্রার্থনা করি। [ সহীহ মুসলিম ]

৭২. দু’আ ইবাদতের মস্তিস্ক।[ তিরমিযী ]




Related Posts :

0 Response to "মসজিদ ও মুয়াজ্জিন দু’আর নিয়ম ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস"

Post a Comment

Total Pageviews

  • 1956

    Posts
  • 24

    Comments
  • 156,999

    Pageviews